top of page

ব্রাউন শুগার সহ ধৃত দুই যুবক

ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালদা শহরের বাহান্নবিঘা এলাকায় হানা দিয়ে দুই যুবকের হেপাজত থেকে ৩১৫ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম বাপি মণ্ডল এবং সুব্রত চৌধুরি। দুজনেই ইংরেজবাজার থানার কাজী গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page