দুটি পৃথক ঘটনায় নিষিদ্ধ কাফসিরাপ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সাত
১৫৯ বোতল নিষিদ্ধ কাফসিরাপ সহ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ। এই ঘটনার গ্রেপ্তার করা হয় তিনজনকে। অন্যদিকে, ১৬০ বোতল নিষিদ্ধ কাফসিরাপ সহ গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে।
জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মহম্মদ হাসিবুল শেখের বাড়িতে হানা দিয়ে ১৫৯টি নিষিদ্ধ কাফসিরাপ, ৭ মিলিমিটারের অত্যাধুনিক পিস্তল ও সাতটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম মহম্মদ হাসিবুল শেখ (২৯), জাবান শেখ (৩৫) ও মহম্মদ আসকর আলি (৩০)। ধৃতরা খালতিপুর, কালিয়াচক ও মনিপুরের বাসিন্দা। জেরায় আসকর জানায়, তার ব্যবসার পার্টনার তাকে ব্রাউন সুগারের কাঁচামালের নমুনা ধৃতদের দিতে বলেছিল।

আরও একটি ঘটনায় মোথাবাড়ি থানার পুলিশ পঞ্চানন্দপুরের বাসিন্দা সেনাউল শেখের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ১৬০ বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় সেনাউল শেখ সহ গ্রেপ্তার করা হয় ডালিম মিঁয়া (৩২), মহম্মদ আজাদ খান (৫১), রাম বাহাদুর খাদকাকে (৪৪)। তদন্তে জানা যায়, মনিপুরের কারবারীরা ব্রাউন সুগারের কাঁচামালের নমুনা নিয়ে মালদার শাহবাজপুর ও পঞ্চানন্দপুরে এসেছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments