টাকা পাচারের দায়ে গ্রেফতার দুই যুবক
গোপনসূত্রে খবর পেয়ে প্রায় ৫৫ লক্ষ টাকা সহ দুজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে সুস্থানি মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে হানা দিয়ে একটি লরি সহ দুজনকে আটক করে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ৩৪ নম্বর জাতীয় সড়কের সুস্থানি মোড় এলাকায় হানা দেওয়া হয়৷ তথ্য অনুযায়ী একটি লরিকে আটক করা হয়। লরির সিটের নীচ থেকে ৫৪ লক্ষ ৮৯ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোটগুলি ২ হাজার, ৫০০, ২০০ ও ১০০ টাকার৷ তবে উদ্ধার হওয়া টাকাগুলি জাল নয়।
পুলিশের অনুমান মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য এই টাকা ব্যবহার করা হত। টাকা পাচারের দায়ে গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃত দুই যুবকের নাম সুফি আলম (৩২) ও রহমান শেখ (২৮)। দু'জনেরই বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কায়।
Comments