top of page

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মাদক কারবারের পাণ্ডা

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মাদক কারবারের পাণ্ডা। গ্রেফতার করা হয়েছে তার এক সঙ্গীকেও। ধৃত দুই যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করবে কালিয়াচক থানার পুলিশ।


arrested-drug-dealer-with-firearms
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মাদক কারবারের পাণ্ডা

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শারুখ খান (২১) ও বদিরুদ্দিন শেখ (২৮)। ধৃতরা কালিয়াচকের বাসিন্দা। তাদের হেফাজত থেকে দুটি পিস্তল, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। শারুখের বিরূদ্ধে কালিয়াচক থানায় NDPS এ মামলা রয়েছে। ২০১৯ সালে শারুখ ১ কেজি ৭৬০ গ্রাম ব্রাউন শুগার পাচারের ছক কষেছিল। সেই সময় ব্রাউন শুগার উদ্ধার করা হলেও শারুখ পালিয়ে যায়। সেই সময় থেকে শারুখের খোঁজে পুলিশি তল্লাশি জারি ছিল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page