অবশেষে পুলিশের জালে বাংলাদেশি যুবক
মাস দুয়েক ধরে পরিচয় গোপন করে পুলিশের চোখে ধুলো দেওয়ার পরে অবশেষে গ্রেফতার বাংলাদেশি যুবক। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত যুবকের নাম ফিরোজ আলি (২১)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লাহাপুর গ্রামে৷ গতকাল রাতে ইংরেজবাজারের লুকোচুরি ফাঁড়ির পুলিশ লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, প্রায় দু’মাস আগে ত্রিপুরার আগরতলা দিয়ে ভারতে প্রবেশ করে ফিরোজ। মাস খানেক ধরে সে মালদার যদুপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত। এখানে রাজমিস্ত্রীর কাজ করে যাবতীয় খরচ মেটাত সে। সম্ভবত গতকাল রাতে বাংলাদেশে ফেরার জন্য মহদীপুর এলাকার দিকে গিয়েছিল সে। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে ফিরোজ।
ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments