top of page

মুখ্যমন্ত্রী আসার আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

রাত পোহালেই মালদা জেলার চাঁচলে পা রাখছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। আগামী রাতে মালদায় পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক তার আগে আগ্নেয়াস্ত্র সমেত দু’জন যুবককে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের হেপাজত থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে আদালতে পেশ করা হয়েছে।


Arrested-2-with-firearms-before-arrival-of-Chief-Minister
ধৃতদের হেপাজত থেকে উদ্ধার একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ। প্রতীকী ছবি।

গোপনসূত্রে খবর পেয়ে সোমবার রাতে চাঁচল-৮১ নং জাতীয় সড়কের পাহাড়পুরে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃতদের নাম ধনঞ্জয় দাস (৪৫) ও শঙ্কর দাস (৪২)। ধৃতরা চাঁচলের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page