নৃশংসভাবে নাবালক খুনের ঘটনায় গ্রেফতার ২
রতুয়ায় নাবালককে নৃশংসভাবে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে রতুয়ার মণিপুর এলাকার একটি জলাশয় থেকে আকাশ ভগত নাম এক কিশোরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এদিকে, দ্রুত শাস্তির দাবিতে সরব হয় স্থানীয় সাফাইকর্মীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ নির্মল মণ্ডল ওরফে মাক্ষি (২৩) ও কানাই মণ্ডলকে (২০) গ্রেফতার করে। ধৃতদের বাড়ি রতুয়ার কাহালা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে এই দুই যুবকের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর থেকে নির্মল ও ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকা থেকে কানাইকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, পুরোনো বিবাদের জেরে আকাশকে খুন করা হয়েছিল। এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আগের খবরঃ কিশোরকে নৃশংসভাবে খুন! তদন্তে পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments