top of page

নির্বাচনের মুখে অস্ত্র উদ্ধার হরিশ্চন্দ্রপুরে, গ্রেফতার দুই

নির্বাচনের মুখে এবার অস্ত্র উদ্ধার হল হরিশ্চন্দ্রপুরে। উদ্ধার হয়েছে উন্নতমানের দুটি রাইফেল, দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, তথ্যের ভিত্তিতে বিহার সীমান্তবর্তী গোবরাহাট এলাকা থেকে কিছু অস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সাদ্দাম হোসেন ও মাজিরুল হক। দু’জনেই মানিকচকের ধরমপুর জিসারুলটোলার বাসিন্দা।



উল্লেখ্য, কয়েকদিন আগেই কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। সেখানে বিহারের মুঙ্গের থেকে দুষ্কৃতীদের এনে অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এবার হরিশ্চন্দ্রপুরে একই সঙ্গে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। নির্বাচনের আগে পর পর অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশও।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentarer


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page