ক্যারাম খেলা নিয়ে বিবাদ, মারধরে মৃত ব্যক্তি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 30, 2022
- 1 min read
ক্যারাম খেলা নিয়ে বিবাদে বাচ্চাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ছেলেকে উদ্ধার করতে ছুটে যান বাবা। সেই সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকজন তাঁকে মালদা মেডিকেলে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
মৃত ব্যক্তির নাম টুসি শেখ (৫২)। বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ির রাজনগর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টুসি শেখের ছেলে বিবেক শেখ পাড়ায় ক্যারাম খেলছিল। সেই সময় বিবেকের সঙ্গে বাকি খেলোয়ারদের ঝামেলা বেঁধে যায়। এরপরেই বিবেককে মারধর করতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিবেককে বাঁচাতে যান টুসি সাহেবও। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বাড়ি যেতেই অসুস্থতা বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

আজ মৃতদেহটির ময়নাতদন্ত করা হয় মালদা মেডিকেলে। তবে এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
[ আরও খবরঃ ব্যবসায়ীকে গুলি করে খুন, উত্তেজনা কালিয়াচকে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments