top of page

বিকট শব্দে কাঁপল এলাকা, আতঙ্কে ঘুম উড়ল গ্রামবাসীর

গভীর রাতে বিকট আওয়াজে কেঁপে উঠল রাজ্য সড়ক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচলের কলিগ্রাম প্রাণসাগর এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে প্রাণসাগর এলাকার বাসিন্দা জিয়াউল আলির বাড়ির সামনে দুটি বোমা বিস্ফোরণ হয়। বোমার আওয়াজে আঁতকে উঠেন পরিবারের লোকজন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। দেখা যায় বাড়ির সামনে প্লাস্টিকের দড়ি, ছোটো পাথর, কৌটো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ সকালে বিষয়টি পুলিশে জানান জিয়াউল সাহেব।


জিয়াউল সাহেব বলেন, গতকাল রাতের বাড়ি সামনে দুটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। পুলিশ দ্রুত কোনো পদক্ষেপ নিক, এই দাবি রাখছেন তাঁরা।


area-shook-with-loud-noise-villagers-woke-up-in-fear
বাড়ির সামনে দুটি বোমা বিস্ফোরণ হয়

স্থানীয় বাসিন্দা জাহেদ আলি জানান,

"গতকাল রাতের বিস্ফোরণের পর এলাকায় কারও ঘুম হয়নি। আজ জিয়াউল সাহেবের বাড়ির সামনে বিস্ফোরণ হয়েছে। কালকে অন্য কারো বাড়িতে হতে পারে। গ্রামের সকলেই আতঙ্কে রয়েছেন। কেন বারবার এধরণের ঘটনা ঘটছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা"

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি নজরে রাখা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Коментарі


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page