দিদিকে বলো নয়, দিদিকে ছাড়ো রব উঠেছে: মেনন
বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে মালদা এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো' কর্মসূচিকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় বিজেপির অন্যতম কেন্দ্রীয় শীর্ষনেতা অরবিন্দ মেনন (#ArabindaMenon)। আজ মালদা জেলা বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবনে সদস্য সংগ্রহ অভিযানের কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখন বিশ্বের সবথেকে বড়ো রাজনৈতিক দল হয়েছে বিজেপি। গতবছর বিজেপির নতুন সদস্য সংখ্যা ছিল ১১ কোটি। এবছর আরও দু'কোটি বেশি সদস্য সংগ্রহ করবে বিজেপি। আজ সন্ধ্যায় মালদা জেলার কিছু বিশিষ্ট ব্যক্তি বিজেপিতে যোগদান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো' কর্মসূচিকে কটাক্ষ করে মেনন বলেন, মানুষ এখন আর দিদিকে কিছু বলতে চাইছে না। এখন চারদিকে শুধু দিদিকে ছাড়ো, দিদিকে ছাড়ো রব উঠেছে। টিএমসি এখন টিএমছি দলে পরিণত হয়েছে৷ কাটমানি আর ব্ল্যাকমানিতে ওরা এখন এমএ, পিএইচডি ডিগ্রি লাভ করেছে৷ তাই এই রাজ্যের সব স্তরের মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছেন৷ এখানে দলের সদস্যতা অভিযানও খুব ভালো অবস্থায় রয়েছে৷ আগামী ১১ অগাস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে৷
留言