top of page

লকডাউনে ঘরে না থাকার হাজারো বাহানা, রাস্তায় অভিনব বার্তা পুলিশের

Updated: Sep 14, 2020

লকডাউনে সাধারণ মানুষকে ঘরে রাখতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন। গতকাল রাতে মালদা শহরের ফোয়ারা মোড় ও রথবাড়ি মোড়ের রাস্তায় করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা লেখা হয়। সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।


Appeal to stay in the house
সকলকে ঘরে থাকার আবেদন পুলিশ-প্রশাসনের

করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও৷ তবু যেন সচেতনতার অভাব দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে শহরবাসী৷ কখনও ওষুধ কেনার অছিলায়, কখনও বাজার আনতে যাওয়ার বাহানায়। যেন কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না মালদাবাসীকে৷ অবশেষে সাধারণ মানুষকে সাবধান করতে রাস্তার উপর সচেতনতার বার্তা লিখল জেলা পুলিশ৷ সাধারণ মানুষ রাস্তায় বেরলেই যাতে সচেতনতার বার্তা দেখতে পান।

অলোক রাজোরিয়া, জেলা পুলিশসুপার

"সাধারণ মানুষকে সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ মালদা শহরের আরও কিছু জনবহুল এলাকার রাস্তায় এভাবেই সাধারণ মানুষকে সচেতন করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে"


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page