মোবাইলে এক ক্লিকে মহিলারা পাবেন পুলিশের সাহায্য
নারী সুরক্ষায় নতুন উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। সুরক্ষা অ্যাপের পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশসুপার অমিতকুমার সাউ জানান, মালদা সফরে এসে প্রশাসনিক বৈঠকে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ দল গঠন করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য সুরক্ষা অ্যাপ তৈরি করা হয়েছে। প্লে-স্টোর থেকে সেই অ্যাপ পাওয়া যাবে। যে কোনও সমস্যায় পড়লে মহিলারা প্যানিক বাটনে ক্লিক করলে লোকেশন সহ অন্যান্য তথ্য পুলিশের কাছে পৌঁছে যাবে। সেই অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments