সরলা মুর্মুর পর তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ আরেক দলত্যাগীর
সরলা মুর্মুর পর পুরোনো দল, তৃণমূলে ফেরার আবেদন আরও এক জেলাপরিষদ সদস্যের। তবে দলত্যাগীদের পুনরায় দলে নেওয়া হবে কিনা তা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত, জানিয়েছে তৃণমূল। এদিকে, তৃণমূল থেকে আসা কেউ দল ছাড়লে বিজেপির কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপি নেতৃত্বের।
উল্লেখ্য, মানিকচকের ভূতনি এলাকা থেকে জেলাপরিষদের ২৩ নম্বর আসনে তৃণমূলের টিকিটে জেতেন ডলি রানী মণ্ডল। গত ৮ মার্চ মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের নেতৃত্বে কলকাতায় বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন করতেই ফের দলে ফিরতে চেয়ে আবেদন ডলিদেবীর। জানা গিয়েছে, মানিকচকের নব নির্বাচিত বিধায়ক ও জেলা তৃণমূল সভানেত্রীকে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
যদিও এপ্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূল সূত্রে খবর, যারা দলে ফিরে আসতে চান তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব।
এপ্রসঙ্গে মালদা জেলা বিজেপি নেতা সন্তোষ মণ্ডল জানান, যারা দলে যোগদান করতে চেয়েছিল তাঁদের দলে নেওয়া হয়েছিল। তাঁরা যদি আবার ফিরে যেতে চান যেতে পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários