কৌটো বোমা উদ্ধার চাঁচলে, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 10, 2022
- 1 min read
ফের বোমা উদ্ধার মালদায়। এবার কৌটো বোমা উদ্ধার হল চাঁচল ১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েত এলাকার নুরগঞ্জ গ্রামে। উদ্ধার হওয়া বোমা আজ নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরগঞ্জ এলাকায় মাঠের মধ্যে একটি কৌটো বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। আজ দুপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কে বা কারা উদ্ধার হওয়া মজুত করেছিল তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments