মানিকচকে ভেসেলডুবি ঘটনায় উদ্ধার আরও এক মৃতদেহ
মানিকচকে ভেসেলডুবির ঘটনায় আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। এনিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার পাথরকুচি ও বালি বোঝাই করে প্রায় ১০টি ট্রাক পাশের রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে মালদার মানিকচকে আসছিল। মানিকচকে পৌঁছনোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই রোল অন রোল অফ ভেসেলের পিছনের দিকের একটি ট্রাক গঙ্গায় পড়ে যায়। এর পরেই আরও বেশ কয়েকটি ট্রাক পরপর নদীতে পড়ে যেতে শুরু করে। সঙ্গে ওই ভেসেলে বেশ কয়েকজন মানুষও ছিল বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজন সাঁতার কেটে মানিকচক ঘাটে এসে উঠলেও কয়েকজন নিখোঁজ ছিল। গতকাল সাইদুল শেখ নামে ঝাড়খণ্ডের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর। দুপুরে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম তারাচাঁদ যাদব (৫৬)। তারাচাঁদবাবু ভেসেলের টেকনিশিয়ান ছিলেন। এখনও পর্যন্ত কয়েকটি লরি জলের তলাতেই রয়েছে। সেগুলি উদ্ধার করার চেষ্টা চলছে।
আগের খবরঃ
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments