মালদায় মার্চেন্টস চেম্বার অব কমার্সের বার্ষিক সভা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 15, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বাণিজ্য ভবনে। আজ সকালে অনুষ্ঠিত হওয়া এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি দেবব্রত বসু, সম্পাদক জয়ন্ত কুণ্ডু, সহ সভাপতি কমলেশ বিহানী, কোষাধ্যক্ষ বিমলচন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ১০৮টি শাখা সংগঠনের সদস্যরা এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সারা বছরের আয়-ব্যয় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিনের সাধারণ সভায়।
সংগঠনের সম্পাদক জয়ন্ত কুণ্ডু জানান, সমস্ত শাখা সংগঠনের সদস্যদের নিয়ে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সারা বছরের হিসেব নিকেশের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথাও আলোচনা হয় এদিনের সভায়। বার্ষিক সাধারণ সভার শেষে নতুন করে ব্যবসায়ীদের স্বার্থে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলেও জানান সংগঠনের সম্পাদক জয়ন্ত কুণ্ডু।
Comments