মালিকের তথ্য পেতে পশুর কানে ট্যাগ প্রাণী সম্পদ দফতরের
top of page

মালিকের তথ্য পেতে পশুর কানে ট্যাগ প্রাণী সম্পদ দফতরের

ভারত সরকারের নির্দেশ অনুযায়ী মানুষের আধার কার্ডের পাশাপাশি পশুদের আধার কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্তারা গরু, ছাগলের কানে ১২ অক্ষরের ট্যাগ লাগানোর কাজ শুরু করেছে।


দফতর সূত্রে জানা গিয়েছে, ১২ অক্ষর বিশিষ্ট এই ট্যাগের নম্বর দিয়ে দফতরে গরু-ছাগলের মালিকের নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্য মজুত করা হচ্ছে। কোনও গোরু চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই ট্যাগ নম্বর দেখে সমস্ত তথ্য পাওয়া যাবে।


মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ-অধিকর্তা উৎপল কুমার কর্মকার জানান, ভারত সরকারের উদ্যোগে মানুষের যেমন আধার কার্ড রয়েছে তেমনি পশুদেরও আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। ১২ অক্ষরের সংখ্যা দেওয়া ট্যাগ গোরু, ছাগলের কানে পরিয়ে দেওয়া হচ্ছে। বিগত চার বছর ধরে এটা করা হচ্ছে। গোরুটি যদি হারিয়ে বা কিংবা চুরি হয়ে যায় তাহলে সেই ট্যাগ নম্বর ধরে প্রকৃত মালিকের ঠিকানা ও পরিচয় পাওয়া যায়। দফতর থেকে প্রায় ৭০ হাজার বাছুর ও ১ লক্ষ ৫০ হাজার গোরুর কানে ট্যাগ পড়ানো হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page