মনোনয়ন জমা দেওয়ার আগে পথে আটক বিক্ষুব্ধ নেতা
দলের প্রার্থীর প্রতি ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আটকে ক্ষুব্ধ নেতার মান ভঞ্জন করলেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের সাহাপুর গ্রামপঞ্চায়েতের শিব মন্দির এলাকা থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেন নিতাইবাবু। মনোনয়ন দিতে আসার আগে মিছিল আটকে নিতাইবাবুকে বোঝানোর চেষ্টা করেন বিজেপির কর্মীরা। পরে ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল ও নিতাইবাবুর স্ত্রী তথা বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা রুমা মণ্ডল। দীর্ঘক্ষণ নিতাইবাবুর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, প্রার্থী ঠিক করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। তা নিয়েই নিতাইবাবুর ক্ষোভ ছিল। তবে নিতাইবাবুকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে। উনি মনোনয়ন জমা দেননি। উনি প্রার্থীর সমর্থনে দলের হয়ে কাজ করবেন।
[ আরও খবরঃ করোনায় আক্রান্ত রেলকর্মীর মৃত্যু, আতঙ্ক মালদা শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti