Search
কর্মীসভায় অঙ্গনওয়াড়ি কর্মী, নির্বাচন কমিশনে অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 2, 2021
- 1 min read
Updated: Apr 3, 2021
নির্বাচনি কর্মীসভায় অঙ্গনওয়াড়ি কর্মীদের অংশগ্রহণকে কেন্দ্র করে বিতর্ক মানিকচকে। অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশের দাবি, সুপারভাইজারের আদেশ মেনেই তাঁদের সভায় আসতে হয়েছে। এনিয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পেয়েই কর্মীসভায় তদন্তে যান নির্বাচনি আধিকারিকরা। সূত্র মারফত খবর, বিষয়টি জানতে পেরেই নির্বাচনি সভায় যাননি মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিত্রী মিত্র।
ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে এসে নির্বাচনি আধিকারিক জানান, অভিযোগ পেয়েই তাঁরা ঘটনাস্থলে তদন্তে এসেছেন। আমরা পোশাক পরিহিত অঙ্গনওয়াড়ি কর্মীদের সভা দেখতে পেয়েছি। বিষয়টি নিয়ে সম্পূর্ণ রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মীসভায় ডাকা হয়নি। হয়তো কর্মরত অবস্থায় সভা দেখতে পেয়েই কৌতুহলবশত তাঁরা সেখানে গিয়েছিলেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments