top of page

ডাইরিয়ায় আক্রান্ত কালিয়াচকের খড়িবোনা গ্রাম

ডাইরিয়ায় আক্রান্ত হলেন একই গ্রামের প্রায় ৫০-৬০ জন বাসিন্দা। ডাইরিয়ায় আক্রান্ত হওয়ায় খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কালিয়াচকের গোলাপগঞ্জ পঞ্চায়েতের খড়িবোনা গ্রামে। ডাইরিয়ায় আক্রান্ত ৯ জনের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।



মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জান্নাতুল্লা হোসেন, সাকিনা খাতুন, মোজ্জাবেল হক, মোতাইজা খাতুন সহ প্রায় ৯ জন মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কীভাবে ওই এলাকায় ডাইরিয়া ছড়িয়ে পড়ল তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page