রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে ভয়াবহ চুরি
ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর অফিসে ভয়াবহ চুরির ঘটনা ঘটল। দুটি ল্যাপটপ, একটি সার্ভার মেশিন সহ সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও কুড়ি হাজার টাকার কয়েন নিয়ে পালাল চোরের দল। আজ সকালে অফিস খোলার সময় বিষয়টি নজরে আসে অফিস কর্তাদের। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
দুটি ল্যাপটপ, একটি সার্ভার মেশিন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন সহ কুড়ি হাজার টাকা চুরি হয়েছে
ইন্দ্রজিত দাস জানান, আজকে অফিস খোলার সময় দেখি অফিস ঘরের মেইন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। দুটি ল্যাপটপ, একটি সার্ভার মেশিন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন সহ কুড়ি হাজার টাকার কয়েন নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentarer