কাটমানি! অমৃতিতে পঞ্চায়েত ঘেরাও করল গ্রামবাসীরা
আবার কাটমানির অভিযোগ। এবার ব্লক অফিস ঘেরাও করলেন শতাধিক গ্রামবাসী। সরকারি প্রকল্পে ঘর তৈরির জন্য বরাদ্দ টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এদিন দুপুরে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের এলাকার গ্রামবাসিরা বিক্ষোভ দেখান। ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সুস্মিতা সুব্বা।
গ্রামবাসীরা অভিযোগ জানালেন, এলাকায় ঘর তৈরির জন্য ইন্দিরা আবাস প্রকল্পে এক লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথা পঞ্চায়েত থেকে। তবে সেই টাকা হাতে পেতে, প্রথমে কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হবে এমনই দাবি করেছিলেন একাংশ পঞ্চায়েত সদস্যরা। ঘর পাওয়ার আশায় তাঁরা কুড়ি হাজার টাকা করে জমাও দিয়েছিলেন। কিন্তু সেই ঘরের টাকা তাঁরা এখনো পান নি।
এই কাটমানির ঘটনা নিয়ে ওই এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি। তবে পুরো ঘটনাটির তদন্তের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার ব্লক প্রশাসন।
Comments