top of page

মহানন্দায় প্লাবিত ইংরেজবাজারের ৭০০ পরিবার, পরিদর্শনে অম্লান

মহানন্দার জলে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান ভাদুড়ি। এদিন নৌকায় ইংরেজবাজারের ৯, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন কাউন্সিলর সহ মালদা শহরের যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রতিনিধিরা। তবে পুরসভা ভোটের আগে শুধুমাত্র রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে এই পরিদর্শন বলে কটাক্ষ করেছে বিরোধী দলনেতারা।


Flood in English Bazar Area

তৃণমূল দলের কাউন্সিলর অম্লান ভাদুড়ি বলেন, মহানন্দার জলে ইংরেজবাজারের ৯, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৭০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের সমস্তরকম সহযোগিতা করার জন্য আমরা পাশে রয়েছি। এলাকায় কী কী ক্ষতি হয়েছে তা দেখতেই আজ প্লাবিত এলাকাগুলি ঘুরে দেখা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page