top of page

পুলিশ সেজে মাঝরাতে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার ১

মাঝে মধ্যেই ভুয়ো পুলিশ বা সরকারি আধিকারিকদের খোঁজ মিলছে রাজ্যে। এবার মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাঝরাতে পণ্য বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ উঠল বিহারের চার যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় এক যুবককে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর গ্রামপঞ্চায়েতের খোপাকাঠি চিকনামোড় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে কয়েকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাতে পণ্য বোঝাই গাড়ি থেকে অবৈধভাবে টাকা তুলত। এতে সন্দেহ হয় গ্রামবাসীদের। গতকাল স্থানীয় বাসিন্দারা এক যুবককে হাতেনাতে ধরে ফেলে, বাকি তিন যুবক গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুমিত কুমার (২৯)। ধৃত যুবকের বাড়ি বিহারের কাটিহার জেলার দেহারিয়া লক্ষ্মীটোলা এলাকায়।


Allegedly-taking-money-in-night-arrested-1
স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাঝরাতে পণ্য বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page