চোর ধরতে পাহারা, যুবককে ‘পিটিয়ে খুন’
চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল রতুয়ায়। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মৃত যুবকের নাম ঘিসু শেখ (৩৬)। বাড়ি দেবীপুর গ্রামপঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়। জানা গিয়েছে, সম্প্রতি বাণীকান্তটোলা গ্রামে চোরেদের উপদ্রব থেকে বাঁচতে গ্রামবাসীরা রাত পাহারার ব্যবস্থা করেন। গতকাল রাতে পাহারাদারের দল গ্রামের আমবাগানে বেশ কয়েকজনকে বসে থাকতে দেখে। একজন পালিয়ে গেলেও বাকিদের ঘেরাও করে ফেলেন গ্রামবাসীরা। এরপরই গ্রামবাসীদের জেরার মুখে পড়েন তাঁরা। অভিযোগ, সন্তোষজনক উত্তর না মেলায় চলতে থাকে গণপ্রহার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান গ্রামবাসীরা। পরে গ্রামেরই কয়েকজন দুই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ নামে এক ব্যক্তি জানান, গতকাল রাতে তাঁরা বাগান দিয়ে বাড়ি ফিরছিলেন। বাগানে গ্রামবাসীরা লুকিয়ে ছিল। হঠাৎ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা। বোঝানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা কোনও কথা শোনেনি। লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকে।
[ আরও খবরঃ পুলিশের ঘরে চুরি! উধাও লক্ষাধিক টাকা ও গয়না ]
ঘটনা প্রসঙ্গে চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, গতকাল রাতে গ্রামবাসীরা আহত দুই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments