top of page

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথার এলাকায়। আক্রান্ত ওই যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


Alleged-attempted-murder-by-hacking-malda-youth-with-sharp-weapon
গভীর রাতে বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় তহিদুরের দেহ উদ্ধার হয়। প্রতীকী ছবি

আক্রান্ত ওই যুবকের নাম তহিদুর রহমান। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বালাপাথার এলাকায়। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, গতকাল তার দুই বন্ধু ঘুরতে যাবে বলে বাড়ি থেকে তহিদুরকে ডেকে নিয়ে যায়। গভীর রাতে বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় তহিদুরের দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তহিদুরকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, পুরোনো কোনও ঘটনার জেরে দুই বন্ধু তহিদুরকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page