জলকরের নামে তোলা নেওয়ার অভিযোগ মানিকচকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 23, 2023
- 1 min read
মানিকচক ঘাটে জলকরের নামের তোলা নেওয়ার অভিযোগ। তোলা না দিলে জুটছে হুমকি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা ও ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন মানিকচকের মৎস্যচাষীরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি চালাচ্ছে তৃণমূল। এদিকে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূলি বিধায়ক।

মৎস্যজীবীদের অভিযোগ, বহু বছর ধরে মৎস্যজীবীরা গঙ্গা নদী থেকে মাছ ধরে জীবিকা অর্জন করে আসছেন। সেখানে যা মাছ বিক্রি হচ্ছে তার ওপরে ২০ থেকে ৩০ টাকা করে এক শ্রেণির দালালদের জলকর দিতে হচ্ছে। পঞ্চানন মাহাতো নামে এক ব্যক্তি টাকা তুলছে। এদিকে অভিযুক্ত পঞ্চানন মাহাতোর দাবি, সরকারি নিলামে ১১ লক্ষ ৫১ হাজার ৯৯৯ টাকায় ঘাট নিলামে নিয়েছেন তিনি। তাঁর কাছে জলকর আদায়ের বৈধ কাগজ আছে। সেই অনুযায়ী তাঁরা মৎস্যজীবীদের কাছ থেকে জলকর নিচ্ছেন।
জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান,
সংবাদমাধ্যমের থেকে তিনি বিষয়টি জানতে পারলেন। বিষয়টি খতিয়ে দেখছেন তিনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments