আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার যুবক
ফের আর্থিক প্রতারণার অভিযোগ মালদায়। এই ঘটনায় ইংরেজবাজারের অমৃতির এক যুবককে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ওয়েব কোম্পানিতে পার্টনার হিসেবে কাজ শুরু করেন পার্থসারথি সাহা। অভিযোগ, ওই কোম্পানির ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা করেছেন পার্থ। ওই কোম্পানির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে পার্থ যোগসূত্র পায় তারা। শনিবার মালদা থেকে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই যুবককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। জেলা আদালতের মাধ্যমে ওই যুবককে দুই দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti