যোগীর সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
top of page

যোগীর সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কর্মীদের যোগী আদিত্যনাথের সভায় যেতে বাধা দেওয়ার দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।


পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা ও জনসভা করতে আজ মালদা আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সভায় যোগ দিতে যাচ্ছিলেন হরিশচন্দ্রপুর-২ নম্বর ব্লকের সুলতাননগর এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, সেই সময় জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খানের অনুগামীরা তাঁদের সভায় যেতে বাধা দেয়। এরপরই তাঁরা গাড়ি থেকে নেমে শুরু করেন বিক্ষোভ।


সুলতাননগরের বাসিন্দা বাবলু মণ্ডল বলেন, আমরা গাজোলে যোগীজীর সভায় যোগ দিতে যাচ্ছিলাম। রাস্তার মাঝে তৃণমূলের লোকজন দাদাগিরি করে যেতে দিল না। আমাদের হুমকি দেওয়া হয়েছে। এরা সব বুলবুল খানের লোক।



বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম বলেন, সুলতাননগরের বহু সংখ্যালঘু ভাইদের আজ গাজোলের সভায় আসতে বাধা দেওয়া হয়েছে। ওখানকার তৃণমূল নেতারা বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে আসতে দেয়নি। একইরকম খবর পাচ্ছি মালতিপুর বিধানসভা থেকেও। এভাবে ভয় দেখিয়ে, চমকিয়ে বাংলার মানুষকে আটকানো যাবে না।




অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি আগাগোড়াই ধাপ্পাবাজির রাজনীতি করে। এখানে বিজেপি বলে কিছু নেই। নির্বাচনে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, যা ইচ্ছে করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page