top of page

বাংলা আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ

কেন্দ্রের আবাস যোজনায় চুরির অভিযোগে কেন্দ্র থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ। উপভোক্তারা অভিযোগ তুলেছেন, প্রাথমিক তালিকায় নাম থাকার পরেও দাবি মতো টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।


চাঁচল ১ নম্বর ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা কাশেম আলি জানান, সরকারি ঘরের তালিকায় আমার নাম ছিল৷ তদন্তের সময় আমার কাছে ২ হাডার টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে না পারায় তালিকা থেকে আমার নাম বাদ দিতে দেওয়া হয়েছে।


আরেক উপভোক্তা মাজেদ আলির অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় দুটি তালিকাতেই আমার নাম ছিল৷ ব্লক অফিস থেকে তদন্তের জন্য গ্রামে লোক আসে। আমার কাছে ২০ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে আমার নাম বাদ পড়ে গিয়েছে।


ree

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি গ্রামে আবার প্রকৃত উপভোক্তার ভাঙা বাড়ি দেখিয়ে চূড়ান্ত তালিকায় অন্য একজনের নাম তোলার অভিযোগ উঠেছে। শকুন্তলা দাস জানান, ইনকোয়্যারিতে এসে আমাদের ঘরের ছবি দেখিয়ে অন্য একজনের নাম তালিকায় তুলে দেওয়া হয়েছে৷ এনিয়ে ব্লক অফিসে অভিযোগ দায়ের করেছি৷


চাঁচলের মহকুমাশাসক ঋত্বিক হাজরা জানান, এখনও এনিয়ে লিখিত অভিযোগ জমা পড়েনি৷ অভিযোগ দায়ের হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page