জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ হরিশ্চন্দ্রপুরে
top of page

জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ হরিশ্চন্দ্রপুরে

ইংরেজবাজারের পর এবার জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। প্রতিটি বাড়ি থেকে পানীয় জলের সংযোগের জন্য টাকা তোলার অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। শেষমেষ গ্রামবাসীদের চাপে সেই টাকা ফেরত দিতে শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।


ইংরেজবাজারের পর এবার হরিশ্চন্দ্রপুরে জল জীবন মিশন প্রকল্প নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর সদর এলাকাতে জল জীবন মিশনের কাজ চলছে। বাড়িতে পাইপ লাইনের সংযোগ করে দেওয়ার নামে ঠিকাদার সংস্থা ৪০০-৫০০ টাকা করে নিচ্ছে। পরবর্তীতে এনিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করলে সেই টাকা ফেরত দিতে শুরু করে ঠিকাদার সংস্থা।




ওই এলাকার এক বাসিন্দা রমা দাস জানান,

রাস্তা থেকে বাড়ি খানিকটা ভেতরে হওয়ায় ঠিকাদার সংস্থার লোকজন বাড়িতে কানেকশন করার জন্য ৫০০ টাকা চেয়েছিল। সেই টাকা দিয়েছিলাম। পরে গ্রামের লোকেদের সঙ্গে ঠিকাদার সংস্থার ঝামেলা শুরু হয়। এরপরেই ওরা টাকা ফেরত দেয়। আরেক গ্রামবাসী সুধীর দাসের অভিযোগ, ঠিকাদার সংস্থা জলের সংযোগ দিতে টাকা দাবি করছে। লোহার পাইপ দেওয়ার বদলে প্লাস্টিকের পাইপ বসাচ্ছে। পানীয় জল প্রকল্পেও দুর্নীতি শুরু হয়েছে। আমরা তদন্ত দাবি করছি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page