১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে
ফের দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত চাঁচলের খরবা গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে। ১০০ দিনের কাজ প্রকল্পে কাজ না করেই প্রায় ৫২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান ও পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে। এনিয়ে ব্লক ও মহকুমা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই পঞ্চায়েতেরই বিরোধী দলনেতা। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে একেকটি পুকুর খননের জন্য প্রায় ৫ লক্ষ টাকা, জল নিকাশির জন্য ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। চাঁচল ১ ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতে নয়টি পুকুর খননের অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু অভিযোগ পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও কাজ না করেই ওই প্রকল্পের বিপুল অর্থ আত্মসাৎ করেছে পঞ্চায়েত প্রধান পাভিনা খাতুন এবং পঞ্চায়েতের কর্মীরা। এনিয়ে ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা মর্তুজ আলম প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও খরবা পঞ্চায়েতের বিরুদ্ধে কলা বাগান চাষ সহ একাধিক প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আরও একবার দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতৃত্বে কপালে ভাঁজ পড়েছে।
[ আরও খবরঃ আমবাগানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নবম শ্রেণির ছাত্র ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments