পাঁচ মাসের মধ্যেই ধসে পড়ল রাস্তা, দুর্নীতি নিয়ে অভিযোগ
তিন দিনের ভারী বর্ষণে পাঁচ মাস আগেই তৈরি রাস্তার একাংশ ধসে পড়ল। এনিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। দুর্নীতি হলে তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সাফাই শাসকদলের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে ৩৫ লক্ষ টাকা বরাদ্দে ওই পঞ্চায়েত এলাকার রহমতপুর বাসস্ট্যান্ড থেকে রহমতপুর কবরস্থান পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল। গত তিন দিনের লাগাতার বৃষ্টিতে ধ্বস নামে রাস্তায়। এরপরেই নিম্নমানের কাজের পাশাপাশি দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলাশাসক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ হয়েছে। তাই পাঁচ মাসের মধ্যেই রাস্তার এই অবস্থা। প্রথমে ওই রাস্তায় ফাটল ধরে। তারপর সেই ফাটল দিয়ে বৃষ্টির জল ঢুকে রাস্তা ধ্বসে গিয়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires