হোম সংলগ্ন মাঠ বিক্রির চক্রান্তের অভিযোগ পুরাতন মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 18
- 1 min read
মালদা জেলার একমাত্র ছেলেদের হোম সংলগ্ন মাঠ বিক্রির চক্রান্তের অভিযোগ কেয়ারটেকারের বিরুদ্ধে। ওই খেলার মাঠ বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে ইতিমধ্যে জেলাশাসক, সদর মহকুমাশাসক ও থানার আইসিকে লিখিতভাবে জানানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের আশ্রমঘাটে মহানন্দা নদীর ধারে রয়েছে ওই হোম। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই হোমে ৫০ জন আবাসিকের থাকার ব্যবস্থা রয়েছে। ভবনের দ্বিতীয় তলে স্কুলও রয়েছে। হোমের কেয়ারটেকারের খারাপ ব্যবহারের জন্য ওই হোমে এখন কেউ থাকেননা বলেও জানাচ্ছেন স্থানীয়রা। তাঁদের আরও অভিযোগ, সেই সুযোগ নিয়ে কেয়ারটেকার স্থানীয় কিছু জমি মাফিয়াদের সঙ্গে মিলে হোমের মাঠ বিক্রি করার পরিকল্পনা করেছেন৷

স্থানীয় বাসিন্দা রবীন দাস জানান, ছোটো থেকে এই মাঠে খেলাধূলো করেই বড়ো হয়েছি। এখানে হোমের বাচ্চাদের পাশাপাশি স্থানীয় বাচ্চারাও খেলাধূলো করে। শুনতে পাচ্ছি, এই হোমের কেয়ারটেকার, স্থানীয় কিছু জমি মাফিয়ার সহায়তায় তিনি মাঠটি বিক্রির পরিকল্পনা করেছেন৷ স্থানীয় বাসিন্দারা মাঠ বিক্রি রুখতে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে বিষয়টি জেলাশাসক, মহকুমাশাসক, মালদা থানা ও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে।
এনিয়ে হোমের অভিযুক্ত কেয়ারটেকার বাবলি ঘোষ দাবি করেছেন, এসব চক্রান্ত৷ যারা অভিযোগ করছেন, তারাই হোমটি বন্ধ করে দিয়েছেন৷ তাদের জন্য এখানে কোনও আবাসিক থাকে না৷ হোমের জন্য সরকারি সাহায্যও পাওয়া যাচ্ছে না৷ গত মে মাস থেকে তিনিও বেতন পাননি৷ বিষয়টি তিনি মহকুমাশাসককে জানিয়েছেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments