রাতের অন্ধকারে কুমোরটুলিতে প্রতিমা ভাঙার অভিযোগ
কুমোরটুলিতে ঢুকে মাটির প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল হবিবপুরে। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশ অভিযোগ দায়ের করেছেন মৃৎশিল্পী। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচণ্ডীর মধ্যেমকেন্দুয়া এলাকায়।
মৃৎশিল্পী উৎপল সিংহ জানান,
গতকাল রাতে প্রতিমার কাজ শেষ করে রাত আটটা নাগাদ তিনি বাড়ি চলে যান। সোমবার সকালে গেট খুলতেই দেখেন তাঁর প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তাঁর অনুমান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রতিমার ওপর হামলা চালিয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
উৎপলবাবুর স্ত্রী বলেন, রাতের অন্ধকারে কেউ বা কারা ১০ থেকে ১২টি প্রতিমা ভেঙে দিয়েছে। ভেতরের ঘরের তালা ভাঙার চেষ্টাও চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু সেই তালা ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। সেই তালা ভাঙতে পারলে হয়তো ভেতরের ঘরে থাকা প্রতিমাও ভেঙে ফেলত দুষ্কৃতীরা। তাঁরা দোষীদের শাস্তি চান।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments