top of page

চিকিৎসককে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে

সরকারি হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করাতে এসে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় নিগৃহীত ওই চিকিৎসক পুলিশে অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে।


চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিট নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরেই তিনি কোনোরকম বিলম্ব না করে তৎক্ষণাৎ তিনি ছুটে আসেন। রোগীকে ভেতরে আনার কথা বলতেই বিডিও তাঁর কলার ধরে চড়-থাপ্পড়, কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে তাঁকে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান। আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয়। প্রথম ব্লক স্বাস্থ্য আধিকারিককে সমস্ত ঘটনা জানান তিনি। পরে সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন দীপাঞ্জনবাবু। এই ঘটনায় এখনও পর্যন্ত হবিবপুরের বিডিও অংশুমান দত্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



এই ঘটনায় চিকিৎসক সহ স্বাস্থ্য-কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, গভীর রাতে সরকারি আধিকারিকের হাতে এভাবে যদি একজন চিকিৎসককে নিগ্রহ হতে হয় তবে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা মহিলা হয়ে রাতে ডিউটি করার সাহস পাব কীভাবে? বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ প্রশাসনের।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page