top of page

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও

নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল মৃতার পরিবার সহ প্রতিবেশীরা। ওই পরিবারের এই কর্মসূচিতে সাহায্য করে অখিল ভারতীয় রবি দাশিয়া ধর্ম সংগঠন। বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল বাসস্ট্যান্ড ও চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।


জানা গিয়েছে, চলতি বছরের ৪ নভেম্বর কালীপুজোর রাতে গ্রামের পাশের একটি পুকুরে কাপড় কাচতে যান ১৪ বছরের নাবালিকা কন্যা। পরিবারের অভিযোগ, সেই নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় পরের দিনই ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের দেড় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। আজ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে একটি স্মারকলিপি চাঁচল থানার আধিকারিককে তুলে দেওয়া হয়।


allegation-of-rape-of-a-minor-in-chanchal
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page