বউদিকে ধর্ষণের অভিযোগ দুই দেওরের বিরুদ্ধে
বউদিকে ধর্ষণের অভিযোগ উঠল দুই দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূর স্বামীর সঙ্গে দুই ভাইয়ের ভিটেমাটির রাস্তা নিয়ে বিবাদ ছিল। আজ সকালে নির্যাতিতা গৃহবধূ রাস্তা সাফাইয়ের কাজ করছিলেন। তাঁর স্বামী সেই সময় বাড়ি থেকে খানিকটা দূরে ছিলেন। অভিযোগ, সেই সময় দুই দেওর ওই গৃহবধূকে জোর করে ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করে ধর্ষণ করে। চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করেন। সুযোগ বুঝে এলাকা থেকে পালিয়ে যায় দুই দেওর। তড়িঘড়ি নির্যাতিতা মহিলাকে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও অভিযোগ অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
[ আরও খবরঃ বুলবুলচণ্ডীতে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários