top of page

ধর্ষণের ভিডিয়ো করে ব্ল্যাকমেইল, দিনের পর দিন ছাত্রীকে নির্যাতন!

আরজিকরের ঘটনায় এখনও রাস্তায় আছড়ে পড়ছে মানুষের ক্ষোভ। এরই মধ্যে মালদায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, সেই ঘটনা ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশে অভিযোগ দায়ের করার পরেও গ্রেফতার হয়নি অভিযুক্ত। অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতার পরিবার।


নির্যাতিতা পড়ুয়ার মা পুলিশি অভিযোগে জানান, গত ১৩ জুলাই পাশের গ্রামের এক যুবক তাঁর মেয়েকে কাজের নামে বাড়িতে ডাকে। মাদক মেশানো শরবৎ খাইয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়। সেই ঘটনা ভিডিয়ো রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নামে দিনের পর দিন নির্যাতন চলতে থাকে। এক সময় তাঁকে সমস্ত ঘটনা জানান নির্যাতিতা। সেদিনই ওই যুবকের বাড়িতে প্রতিবাদ করতে গেলে ফের তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে ৭ অগাস্ট সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। কিন্তু গত ২১ তারিখ পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি। এদিকে, অভিযুক্ত অভিযোগের প্রত্যাহারের জন্য তাঁদের হুমকি দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি।



নির্যাতিতা ওই পড়ুয়া জানান, ওই ছেলেটি তাঁকে ধর্ষণ করে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার নামে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন তাঁর ওপর নির্যাতন চালানো হয়। সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু গত ২১ তারিখ পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি। বাধ্য হয়ে তাঁরা পুলিশ সুপারের দ্বারস্থ হন। অবশেষে গতকাল পুলিশ গ্রামে এসেছিল। ওই ছেলের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তিনি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page