top of page

ভাইফোঁটার উৎসবের মধ্যে বোনকে ধর্ষণে অভিযুক্ত ২ দাদা

সারা দেশে যখন ভাইদের দীর্ঘায়ু কামনায় ভাইফোঁটা পালিত হচ্ছে, সেই সময় দুই ভাইয়ের কাহিনীতে গা শিউরে উঠেছে মালদাবাসীর। গতকালই অভিযুক্ত দুই ভাইয়ের ঠাঁই হয়েছে জেলে।


গত ২৭ অক্টোবর মালদা জেলার এক প্রত্যন্ত গ্রামে ঘটনাটি ঘটে। সেদিন স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুই দাদার হাতে গণধর্ষিতা হয়। ১৬ বছর বয়সী খুড়তুতো দাদা দশম শ্রেণির ছাত্র। আরেক পিসতুতো দাদার বস ২০ বছর। সে কলেজে পড়াশোনা করে। সেদিন রাতেই নির্যাতিতা শিশু পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানায়। কিন্তু ওই শিশুর অভিভাবক কী করবেন তা ভেবে উঠতে পারছিলেন না। অবশেষে গত শনিবার সমস্ত ঘটনা জানিয়ে দুই আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুর অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে দুই দাদাকে গ্রেপ্তার করে নির্যাতিতা শিশুর শারীরিক পরীক্ষা করায় পুলিশ। রবিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হলে বিচারক দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷



নির্যাতিতা কিশোরীর বাবা পুলিশি অভিযোগে জানান, কালীপুজোর সময় বাজি দেওয়ার নামে তাঁর মেয়েকে নির্জন জায়গায় নিয়ে যায় মেয়ের দুই দাদা (আত্মীয়)। সেখানে দু’জনই মেয়েকে ধর্ষণ করে। মেয়ে রাতে তাঁদের সমস্ত ঘটনা জানায়। তবে অভিযুক্তরাও তাঁদের ছেলের মতো হওয়ায় তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অবশেষে তাঁরা অভিযোগের সিদ্ধান্ত নেন। তা না হলে অভিযুক্তরা ভবিষ্যতেও এমন ঘটনা ঘটাতে পারে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page