ফের নকলে বাধা, ভাঙচুর ও পরীক্ষকদের মারধরের অভিযোগ
top of page

ফের নকলে বাধা, ভাঙচুর ও পরীক্ষকদের মারধরের অভিযোগ

নকলে বাধা পেয়ে রাস্তায় টুকলি ছড়িয়ে অবরোধের পর পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর ও পরীক্ষকদের মারধরের অভিযোগ ভাদো বিএসবি হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে৷ পাশাপাশি এই ঘটনায় অভিভাবকদের মদত দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন রতুয়া হাই মাদ্রাসার শিক্ষকরা।


এর আগে ১৮ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করতে বাধা পেয়ে রাস্তায় টুকলি ছড়িয়ে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা৷ অভিযোগ, আজ ফের ফিজিক্স পরীক্ষায় নকল করতে না পেরে পরীক্ষাকেন্দ্রে তাণ্ডব চালায় বিএসবি হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ক্লাসরুম ভাঙচুর করা, শিক্ষকের মোটরবাইক ভাঙা, এমনকি অফিসরুমে ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রতুয়া থানার পুলিশ৷


Allegation-of-obstruction-of-copying-in-exam-vandalism-in-malda
ভাঙচুর চালানো হয়েছে পরীক্ষাকেন্দ্রে। সংবাদচিত্র।

রতুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহম্মদ আতাউর রহমান জানান,

কেন নকল ধরে ফেলা হচ্ছে, কেন কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেসব প্রশ্ন তুলে গণ্ডগোল শুরু করে দেয় ভাদো বিএসবি হাইস্কুলের পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে ওরা ক্লাসরুম ভাঙচুর করে৷ কিছু অভিভাবকও ক্লাসরুমে এসে ভাঙচুর চালাতে থাকে। অফিসরুমে গিয়ে শিক্ষকদেরও মারধর করা হয়। পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে৷ এই ঘটনার পর সমস্ত শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

এদিকে ঘটনা প্রসঙ্গে স্কুলের সাব ইনস্পেকটর লাবণীতা চক্রবর্তী বলেন, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হবে৷ শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি প্রশাসন দেখবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page