কাকাকে খুনের অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে
জমি বিবাদের জেরে বৃদ্ধ কাকাকে খুনের অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
মৃত ব্যক্তির নাম মীর জাহাঙ্গীর আলি (৭০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাড়ে তিন শতক জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভাই মীর মহসিন আলি, ভাইপো মীর সামশের আলি, মীর মনাউয়ার আলিদের সঙ্গে বিবাদ চলছিল তাঁদের৷ শুক্রবার সকালে গোয়ালে ইট রাখাকে কেন্দ্র করে জাহাঙ্গীর সাহেবের সঙ্গে ভাইপোদের বচসা শুরু হয়৷ অভিযোগ, বচসা চলাকালীনই ইট ছুঁড়ে জাহাঙ্গীর সাহেবের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহাঙ্গীর সাহেব৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে রেফার করে দেন৷ মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জাহাঙ্গীর সাহেবের। পরিবারের লোকজন দেহটিকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ফিরিয়ে আনলে চিকিৎসকরা জাহাঙ্গীর সাহেবকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটিকে ময়নাতদন্তে জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
জাহাঙ্গীর সাহেবের ছেলে মীর আলম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জ্যেঠুদের সঙ্গে বিবাদ। সাড়ে তিন জমি আমাদের দখলে থাকলেও বছরখানেক আগে গায়ের জোরে জমিটি ঘিরে নেয় ওরা৷ আজ এনিয়ে বাবার সঙ্গে ওদের বচসা হয়৷ সেই সময় ওরা আমার বাবাকে বুকে ইট মেরে খুন করেছে৷
রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মৃতের পরিবারের তরফে ১৩ জনের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios