top of page

গোপনাঙ্গ ও গলা টিপে খুনের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

বাড়ির সামনে জমা জল সরানোকে কেন্দ্র করে বচসায় এক ব্যক্তিকে গোপনাঙ্গ ও গলা টিপে খুনের অভিযোগ। এই ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহদীপুরের খিড়কি এলাকায়।


মৃত ব্যক্তির নাম সাত্তার শেখ (৫৫)। বাড়ি মহদিপুরের খিড়কি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বৃষ্টি জল জমে যাওয়ায় রোজার নমাজে যেতে সমস্যা হচ্ছিল এলাকাবাসীর। সেই জল সরানোর জন্য আজ সকালে স্থানীয় কিছু বাসিন্দারা চাঁদা তুলতে শুরু করেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী নূর ইসলাম ও তার স্ত্রী সাত্তার শেখের গলা ও গোপনাঙ্গ চেপে ধরে। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন সাত্তার সাহেব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় মহদীপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে নূর ইসলাম ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশকর্মীরা।


ree



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page