top of page

ভাড়া নিয়ে ঝামেলা, টোটোচালককে কুপিয়ে খুনের অভিযোগ

মুখ্যমন্ত্রীর জেলা সফর শেষ হতেই কয়েক ঘণ্টার মধ্যে ফের খুন মালদায়। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহদিপুর বেলবাড়ি ঘাট এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত ব্যক্তির নাম কাজল ঘোষ (৬২)। বাড়ি ইংরেজবাজারের রামকেলি সংলগ্ন বারদুয়ারি গ্রামে৷ তিনি পেশায় ছিলেন টোটোচালক৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজলবাবু যাত্রী নিয়ে বেলবাড়ি ঘাট শ্মশানে যান৷ গন্তব্যে পৌঁছনোর পর ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়৷ অভিযোগ, ওই যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল৷ বচসার সময় তারা কাজলবাবুকে ধারালো হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাজলবাবু। কিছু সময় পর বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তড়িঘড়ি কাজলবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেলে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা কাজলবাবুকে মৃত বলে ঘোষণা করেন।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কাজলবাবুর ভাই উজ্জ্বল ঘোষ জানান, দাদা গতকাল রাতে বেলবাড়ি ঘাট শ্মশানে কয়েকজন যাত্রী নিয়ে গিয়েছিল। গন্তব্যস্থলে পৌঁছে যাত্রীরা ভাড়া দিতে অস্বীকার করে। এনিয়ে যাত্রীদের সঙ্গে দাদার তর্ক হয়। সেই সময় ওরা ধারালো অস্ত্র দিয়ে দাদাকে কোপায়। খবর পেয়ে আমরা দাদাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসকরা দাদাকে মৃত বলে ঘোষণা করেন।


ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page