top of page

ফের নাবালিকা অপহরণের অভিযোগ ইংরেজবাজারে

ফের নাবালিকাকে অপহরণের অভিযোগ ইংরেজবাজারে। ঘটনার সাতদিন পরেও মেয়ের খোঁজ না মেয়ে আতঙ্কে রয়েছে পরিবারের লোকজন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ওই পরিবার।


নাবালিকার পরিবারের তরফে গত ২২ ফেব্রুয়ারি পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, ওই নাবালিকা (১৫) দশম শ্রেণির ছাত্রী। গত ১৯ ফেব্রুয়ারি আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় সে। এরপর থেকে আর তার খোঁজ মেলেনি। চারিদিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, এক যুবক মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। এরপরই গত ২২ তারিখ ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। এনিয়ে পুলিশি ভূমিকায় ক্ষুব্ধ পরিবারের লোকজন।



চলতি বছরে একের পর এক শিশু-মহিলা খুনের ঘটনা সামনে এসেছে। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে আতঙ্কে দেখা দিয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentarer


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page