মোটরবাইক না মেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
দাবি অনুযায়ী মোটরবাইক না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কেষ্টপুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন মৃতার পরিবারের সদস্যরা।
মৃতার নাম রুবি বিবি (২১)। বাড়ি পুরাতন মালদার বলাতুলি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে পেশায় রাজমিস্ত্রী, মেরাজুল শেখের সঙ্গে বিয়ে হয় রুবির। তাঁদের ৮ মাসের পুত্রসন্তান রয়েছে। অভিযোগ, মাস ছয়েক আগে মেরাজুল শ্বশুরবাড়িতে একটি মোটর বাইকের দাবি করে। কিন্তু পরিবারের লোকজন সেই মোটরবাইক দিতে পারেননি।
মৃতার বাবা মৈবুল শেখ জানান, বিয়ের পর থেকেই জামাই নানা অছিলায় মেয়ের ওপর অত্যাচার চালাতে থাকে। মাস ছয়েক আগে জামাই মোটরবাইক দাবি করে। মোটরবাইক দিতে না পারায় ওরা মেয়ের ওপর আরও অত্যাচার চালাতে থাকে। জামাই ও শ্বশুরবাড়ির লোকেরা আমার মেয়েকে খুন করেছে। অভিযুক্তদের শাস্তির জন্য ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Yorumlar