top of page

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।


মৃত গৃহবধূর নাম পায়েল ঘোষ (২০)। বাড়ি ভূতনি থানার অন্তর্গত আলাদিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর খানেক আগে রতুয়া থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের সবুজপল্লি এলাকার বাসিন্দা সাগর ঘোষের সঙ্গে বিয়ে হয় পায়েলের। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে সাগর স্ত্রীর ওপর অত্যাচার চালাত। গত শুক্রবার রাতেও এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। সকালে পায়েলের বাবার বাড়ির লোকজন জানতে পারেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি পরিবারের লোকজন রতুয়া গ্রামীণ হাসপাতালে ছুটে যান।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এই ঘটনায় পরিবারের তরফে রতুয়া থানায় স্বামী সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পায়েলকে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন




Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page