top of page

রক্তের অপব্যবহার! ডাক্তারের সই জাল করার অভিযোগ

ডাক্তারের সই জাল করে রক্তের অপব্যবহারের অভিযোগ উঠল মালদা শহরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। গতকাল সন্ধেয় এই অভিযোগ তুলেছেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা।


জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর থেকে মা অণিমা ঘোষের কিডনি স্টোনের অপারেশন করাতে এসেছিলেন সুমিত ঘোষ। তিনি মালদা শহরের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি নার্সিংহোমে মাকে ভরতি করেন। রেড ভলান্টিয়ারের অভিযোগ, হিমোগ্লোবিন পরীক্ষা না করেই রোগীর পরিবারকে পাঁচ ইউনিট রক্ত আনতে বলা হয়েছে। দুই ইউনিট রক্ত দেওয়ার পরও রোগীর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়েনি। অর্থাৎ রক্তের অপব্যবহার হয়েছে। এমনকি নার্সিংহোম কর্তৃপক্ষ হিমোগ্লোবিন টেস্টের কোনও রিপোর্টই দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে জানা গেছে, নার্সিংহোম কর্তৃপক্ষের এক কর্মী ডাক্তারের সই করে রক্তের রিকুইজিশন দিয়েছিল।



ডাক্তারের সই করে রিকুইজিশন দেওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছে নার্সিংহোমের ওই কর্মী। তাঁর দাবি, সেই সময় হাসপাতালে ডাক্তারবাবু ছিলেন না। ডাক্তারবাবুর কথা মতোই তিনি রিকুইজিশন ফর্মে সই করেছিলেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page