অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্ট শুরু মালদায়
top of page

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্ট শুরু মালদায়

উত্তরবঙ্গে প্রথম মালদা ক্লাবে শুরু হল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৪ স্তরের টেনিস প্রতিযোগিতা। আগামী ১১ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এধরণের প্রতিযোগিতা স্থানীয় ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াবে, এমনই দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ।


মালদা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের এই প্রতিযোগিতা উত্তরবঙ্গের মধ্যে মালদা শহরেই প্রথম আয়োজিত হচ্ছে। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা সহ অসম, কর্ণাটক, দিল্লি, গুজরাট সহ বিভিন্ন রাজ্য থেকে একাধিক প্রতিযোগীরা এসেছে। উইম্বলডন, ইউএস ওপেন, ফরাসি ওপেন সহ আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ার সৈকত রায় সহ বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের চিফ কোচও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এটা মূলত রাঙ্কিং টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা নিজেদের রাঙ্কিং বাড়াতে পারে। প্রি-কোয়ার্টার, কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য আলাদা আলাদা পয়েন্ট রয়েছে। এই প্রতিযোগিতায় সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে স্থানীয় ৬০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। আগামী ১১ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page